৮শ’ দুর্গত পরিবারে ট্যাংকলরী মালিক সমিতির ত্রাণ বিতরণ

4

চট্টগ্রাম বিভাগ ট্যাংলরী মালিক সমিতির উদ্যোগে স্মরণকালে ভয়াবহ বন্যায় আক্রান্ত ৮০০ অসহায় পরিবারের মাঝে গত ৯ সেপ্টেম্বর দিনব্যাপী ত্রান সামগ্রী বিতরণ করেন। বন্যা দুর্গত এলাকা ফেনী, নাঙ্গলকোট, ছাগলনাইয়া, ফুলগাজী, গুনবর্তী সহ বিভিন্ন এলাকায় দু:স্থ অসহায় ৮০০ পরিবারের জন্য বিপুল পরিমান ত্রান সামগ্রী পৌছে দেন ট্যাংকলরী মালিক সমিতির নেতৃবৃন্দ। এই উপলক্ষ্যে নগরীর সাগরিকা রোডস্থ চট্টগ্রাম বিভাগ ট্যাংকলরী মালিক সমিতির কার্যালয়ের সম্মুখে ৫ ট্রাক ত্রান সামগ্রী প্রেরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগ ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন, মহাসচিব আলহাজ মো. আবু তৈয়ব পাটোয়ারী, সহ-সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মোমেন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আবদুর রহিম, কার্যকরী সদস্য মোঃ বেলাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। এই সময় ট্যাংকলরী মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা সাধ্যমত আপ্রান চেষ্টা করেছি দুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে থাকার জন্য। নেতৃবৃন্দ বলেন-আগামীতেও এধরণের মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে। পরে সমিতির নেতৃবৃন্দ ৫ ট্রাক ত্রান সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে যাত্রা করেন। বিজ্ঞপ্তি