১৪তম আঞ্চলিক ট্রেনার্স কনফারেন্স উদ্বোধন

6

গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে স্মার্ট প্রশিক্ষক গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চল এর ১৪তম আঞ্চলিক ট্রেনার্স কনফারেন্স ১২-১৩ জুলাই আইকনিক রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে কনফারেন্স পরিচালক প্রদীপ কুমার নাহার-এলটি, স্টাফ হিসেবে তাবাসসুম বিনতে ইসলাম, শাহীন রাজু-এলটি, শিরিন আক্তার রেখা-এলটি, মো: আশরাফুল ইসলাম-এলটি, মো: হামজার রহমান শামীম-এলটি দায়িত্ব পালন করেন। সারাদেশ থেকে রেলওয়ে অঞ্চলের মোট ২২ জন ট্রেনার অংশগ্রহণ করেন। আইকনিক রেলওয়ে স্টেশনের স্মার্ট কনফারেন্স রুমে ১২ জুলাই কনফারেন্স পরিচালক প্রদীপ কুমার নাহার-এলটি এর সভাপতিত্বে এবং স্টাফ মো: হামজার রহমান শামীম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতি বলেন চতুর্থ বিপ্লব মোকাবেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রেলওয়ে স্কাউটস এর প্রশিক্ষকগণকে গুরু দায়িত্ব পালন করতে হবে। এ দায়িত্বের ফলে তরুণদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারবে প্রশিক্ষকরা। কনফারেন্সটি বাস্তবায়নে আঞ্চলিক কমিশনার ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো: সুবক্তগীন, আঞ্চলিক সম্পাদক ও যুগ্ম মহাপরিচালক(যন্ত্র) তাবাসসুম বিনতে ইসলাম, রেলওয়ের কনসালটেন্ট এম এন এ খসরু এবং আইকনিক রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীগণ সহযোগিতা করেছেন।