হার্ট ফাউন্ডেশনের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন

4

গত ১৭ মে শুক্রবার চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ^ উচ্চ রক্তচাপ দিবস ২০২৪ পালিত হয়। এতে সংগঠনের পক্ষ থেকে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল, ফ্রি উচ্চ রক্তচাপ পরিমাপ, চিকিৎসা ও ঔষধ প্রদান এবং র‌্যালী। উচ্চ রক্তচাপের সচেতনতা সৃষ্টিমূলক র‌্যালি সংগঠনের অফিস থেকে বের হয়ে গোলপাহাড় মোড়, ও আর নিজাম রোড ঘুরে অফিসে শেষ হয়। এ সময় জনসাধারণের মধ্যে উচ্চ রক্তচাপ পরিমাপ নির্দেশিকা হস্তান্তর করা হয়। চিকিৎসা কার্যক্রমে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
এতে চিকিৎসা দান করেন সংগঠনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, সংগঠনের জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক ডা. মোহাম্মদ আবু তারেক ইকবাল। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ সাহা, ডা. তন্ময় শীল, ডা. ইয়াসমিন সুলতানা, ডা. ফারজানা ইয়াছমিন এবং সংগঠনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি