সাবেক প্রতিমন্ত্রী নজরুলসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা

5

সাতকানিয়া প্রতিনিধি

২০১৮ সালে সাতকানিয়ায় এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নির্বাচনী প্রচারণাকালে তাঁর ছেলেসহ নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীসহ ৫৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। কেওচিয়া ইউনিয়ন এলডিপি নেতা সরওয়ার জামাল বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় এই মামলাটি দায়ের করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের এলডিপির প্রার্থী অলি আহমদের পক্ষে নেতাকর্মীদের নিয়ে কেওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় প্রচারণায় আসেন অলি আহমদের ছেলে ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক সানি। এসময় তৎকালিন আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে সানিসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আহত করে। এসময় আসামিরা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে আতংক তৈরি করে। আহত অবস্থায় সানিসহ নেতা-কর্মীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাজনৈতিক কারণে হয়রানি, মিথ্যা মামলা ও হামলা করে এলাকা ছাড়া করার কারণে এ ঘটনার দীর্ঘ পাঁচ বছর পরে মামলা দায়ের করা হলো।
মামলায় নজরুল ইসলাম চৌধুরী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
এবিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, আমরা তৎসময়ে থানায় মামলা নিয়ে গেলেও ওসি শফিউল কবির মামলা গ্রহণ করেনি। পরবর্তিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নানাবিধ হুমকি দেয়ার কারনে আমরা আর মামলা করতে পারিনি। এখন যারা যারা এ ঘটনায় জড়িত ছিল, যারা অর্থযোগান দিয়েছে, যারা হামলা করেছে তাদের সবাইকে আসামি করে আমরা মামলা দায়ের করেছি। নিরীহ কোনো লোককে আমরা আসামি করিনি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বাদীর এজাহার পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নজরুল ইসলাম চৌধুরী সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।