সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ

5

সরকারের পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে পরির্বতন এসেছে; আইনজীবী শাহদীন মালিকের জায়গায় এ দায়িত্ব দেওয়া হয়েছে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজকে। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে শাহদীন মালিকের নাম ঘোষণার ১০ দিনের মাথায় তা পরিবর্তন করা হল।
‘সংবিধান সংস্কার কমিশন প্রধানের নাম পরিবর্তন’ সংক্রান্ত চিঠি এদিন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।
চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সাচিবিক সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিসটিংগুইশড প্রফেসর আলী রিয়াজ দীর্ঘদিন থেকে রাষ্ট্র ও সরকার নিয়ে গবেষণা ও লেখালেখি করছেন। তিনি আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) সভাপতি ও আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক আলী রীয়াজ প্রথমে যুক্তরাজ্য ও পরে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য যান। পরবর্তীতে ইস্ট-ওয়েস্ট সেন্টার ফেলোশিপে যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটি থেকে ১৯৯৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করেন।
জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন ও কমিশন প্রধানের নাম ঘোষণা করেন। এতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আইনজীবি শাহদীন মালিক।