লর্ডসে বল হাতে স্বপ্নের অভিষেক লর্ডসেই প্রথম সেঞ্চুরি

2

স্পোর্টস ডেস্ক

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল গাস অ্যাটকিনসনের। লর্ডসে অভিষেক ইনিংসে ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ১২ উইকেট নিয়ে আলো কেড়েছিলেন ডানহাতি পেসার। মাস দেড়েক পর সেই লর্ডসেই ব্যাট হাতে জ্বলে উঠলেন। ক্যারিয়ারের পঞ্চম টেস্টে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন ২৬ বর্ষী ইংল্যান্ড তারকা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম টেস্টে জয়ের পর বৃহস্পতিবার নেমেছে দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলেছেন অ্যাটকিনসন। ১০৩ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছক্কার মার। বৃহস্পতিবার লর্ডসে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১০২ ওভারে সব উইকেট হারিয়ে ৪২৭ রান তুলেছে ইংল্যান্ড। প্রথমদিনে সেঞ্চুরি তুলে নেন রুট। ২০৬ বলে ১৪৩ রানে ফিরে যান। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন অ্যাটকিনসন। ১৪ চার ও ৪ ছক্কায় ১১৫ বলে ১১৮ রান করেন। ৪২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইনিংস। লঙ্কানদের হয়ে আসিথা ফের্নান্দো ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন মিলান রতœায়েক ও লাহিরু কুমারা।