রাঙ্গুনিয়ায় খেলার মাঠে অতিথি গ্যালারি উদ্বোধন ও সংবর্ধনা

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের একমাত্র খেলার মাঠে স্থায়ী অতিথি গ্যালারি নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে খেলার মাঠে নবনির্মিত অতিথি গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বেতাগী ইউপির হলরুমে উদ্বোধন এবং নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হোসনে আরা বেগম। আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কদর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা চানক্য প্রসাদ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল হক ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ইসরাইল, বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা কনকন প্রসাদ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আহমদ সৈয়দ প্রমুখ। উপস্থিত ছিলেন রফিক উদ্দিন তালুকদার, সুফিয়া আক্তার, মো. রেজাউল করিম, রুজি আক্তার। অনুষ্ঠানে বেতাগীতে উন্নতমানের হাসপাতাল স্থাপন, বিভিন্ন সড়ক ও অবকাঠামোগত উন্নয়নের দাবী জানান নেতৃবৃন্দ। এছাড়া পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘স্মৃতিসৌধ’ নির্মাণের জন্য বরাদ্দের আবেদন করেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম। নেতৃবৃন্দের এসব দাবী বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চিশতি। শেষে খেলার মাঠের অতিথি গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।