মোহাম্মদ ইসহাক মিয়া

5

মোহাম্মদ ইসহাক মিয়া, বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি সাবেক তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ সদস্য ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ছিলেন।
মোহাম্মদ ইসহাক মিয়া আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। দীর্ঘ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি ১৯৫৪ সালে আওয়ামীলীগে যোগ দেন। ১৯৫৬ সালে আগ্রাবাদে কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৬২ সালে আগ্রাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার নির্বাচিত হন। ১৯৬৪ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন সহ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে অংশগ্রহণ করেন।
তিনি ১৯৭০ সালের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭০ সালের সংসদ সদস্য হিসেবে ১৯৭২ সালে জাতীয় সংসদে যোগদান করেন এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরের প্রশাসক নিযুক্ত হন।
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সম্মিলিত বিরোধী দলের হয়ে চট্টগ্রাম-৮ আসন থেকে তৎকালীন ডেপুটি স্পিকার ও পরিকল্পনা মন্ত্রী সুলতান আহমেদ চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন।
মোহাম্মদ ইসহাক মিয়া ২৪ জুলাই ২০১৭ সালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। সূত্র : উইকিপিডিয়া