মেসির রেকর্ড ভাঙলেন রদ্রিগেজ

6

২০১৪ বিশ্বকাপ। কলম্বিয়ান ফুটবলে তখন সবচেয়ে বড় তারকা রাদামেল ফ্যালকাও। কিন্তু ব্রাজিলের মাটিতে আলো কেড়ে নিলেন অন্য একজন। ১০ নম্বর জার্সিতে মাঝমাঠে খেললেন দুর্দান্ত ফুটবল। নাম তার হামেস রদ্রিগেজ।
ফ্রেঞ্চ লিগের ক্লাব মোনাকোতে খেলা এই তারকা রাতারাতি সুপারস্টার বনে যান ওই আসরে। জাপানের বিপক্ষে তার গোল হয় সেই বিশ্বকাপের সেরা গোল। কোয়ার্টারে বিদায় নিলেও প্রতিপক্ষ ব্রাজিলের ফুটবলার আর সমর্থকদের পুরো ভালোবাসাও পেয়েছিলেন। ছিলেন সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের পর রীতিমত বড় অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে দলে টেনে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই পুরাতন হামেস রদ্রিগেজকে এবারের কোপায় দেখা গেল আরও একবার। ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া।