মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ফুটবল দলের অনুশীলন শুরু

15

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত আসন্ন প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশ নিতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রাম দল। গতকাল নগরীর অক্সিজেনস্থ পিএইচপি টার্ফে প্রধান অতিথি হিসেবে দলের অনুশীলন উদ্বোধন করেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীর। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ফুটবল কমিটির সম্পাদক আহসানুল হক চৌধুরী ইমাদ, ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েয়শনের নির্বাহি সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, ক্লাবের ফুটবল কমিটির পরিচালক প্রসেনজিত দত্ত রাজু, আনিস উল্লাহ, সাহেদ মুরাদ সাকু, নাজিম উদ্দিন, সুমন গুহ, জাহেদুল ইসলাম মজুমদার, ইমতিয়াজ চৌধুরী রকি, ডা. এ কে এম ফজলুল হক, রাজিবুল হাসান রাজন, হাসান রব্বানী, মেহেদী হাসান, জুনায়েদ রহমান তানিন, দলের উপদেষ্টা কোচ সাইদুল ইসলাম বুলবুল, সহকারী কোচ দেবাশীষ বড়ুয়া দেবু, গোল কিপার কোচ এ টি এম মহসিন সুমন এবং দলের ফিজিও মোঃ আবু হানিফ।
দলের অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন, আমরা বরাবরের মত এবারেও বেশ ভাল দল গড়েছি। আমরা সব সময়ই শিরোপার জন্য দল গড়ি। কিন্তু মাঠের লড়াই হচ্ছে আসল। আমরা আমাদের ফুটবলারদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে খেলার জন্য প্রস্তুত করার চেষ্টা করছি। তবে যেহেতু মাঠের লড়াই আসল তাই মাঠেই আমরা নিজেদের সেরাটা প্রমান করতে চাই। শিরোপা পেতে হলে ভাগ্যেরও দরকার হয়। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি । বাকিটা মাঠে খেলতে হবে খেলোয়াড়দের।
দলেল সেহকারী কোচ দেবাশীষ বড়ুয়া দেবুও তার দল নিয়ে বেশ আশাবাদি। তিনি বলেন আমরা দলের জন্য যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে যোগ করেছি। দলের খেলোয়াড়রাও বেশ পরিশ্রম করছে। আশা করছি মাঠে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জেতার চেষ্টা করব।