ভারী বর্ষণে তলিয়ে গেছে বাঁশখালীর নিম্নাঞ্চল

5

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলায় গত বৃহস্পতিবার থেকে টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এছাড়া চলছে ধমকা হাওয়া। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ছাড়াও উপজেলা সদরের রাস্তঘাট পানিতে তলিয়ে গেছে। পানি প্রবেশ করেছে দোকানপাট ও ঘরবাড়িতে। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন ভবন ও বাসা বাড়িতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। মোবাইলে চার্জ দিতে না পেরে অনেকের টেলিফোন যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে।
পল্লী বিদ্যুতের বাঁশখালী অফিসের ডিজিএম রিশু কুমার ঘোষ জানান, এমনিতেই ক’দিন ধরে বিদ্যুতের করুণ অবস্থা চলছে। লোডশেডিং হচ্ছে। এর মধ্যে ভারি বর্ষণ আর ধমকা হাওয়ায় প্রচন্ড বজ্রপাতে দোহাজারী গ্রিডের মেইন তার ছিড়ে গেছে। ৩৩ কেভি মেইন লাইনেও বিদ্যিৎ নেই। শাহমীরপুর গ্রিড থেকেও ৩৩ কেভি লাইনটি ফল্ট হয়েছে। কোনভাবেই বিদ্যুৎ লাইন চালু করা যাচ্ছে না। বিদ্যুৎ কর্মীরা কাজ করছেন। লাইন চালু হতে সময় লাগবে।
বাঁশখালীর বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস জানান, ভারি বর্ষণে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেকুর রহমান জানান, ভারি বর্ষণে পুঁইছড়ির বিভিন্ন এলাকায় পানি উঠেছে। পাহাড়ি এলাকা পাহাড়ধসের ঝুঁকির মধ্যে রয়েছে।