বান্দরবানে পাহাড় কাটায় জরিমানা স্কেভেটর জব্দ

5

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটরও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের লেমুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্কেভেটরের মাধ্যম অবৈধভাবে পাহাড় কাটছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরিফুল হকের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি টিম অভিযানে যায়। এসময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ইলিয়াছ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও ঘটনাস্থলে থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়।
এদিকে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পরিবেশের এই কর্মকর্তা।