বন্যার্তদের পাশে দাঁড়াতে উপদেষ্টাদের ড. ইউনূসের নির্দেশ

2

সারা দেশে বন্যা পরিস্থিতির খোঁজ-খবর রেখে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশনা দেন। খবর বাংলা ট্রিবিউনের
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আজ কেবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যদের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
তিনি জানান, ১০ জেলা বন্যাকবলিত হয়েছে এবং সর্বশেষ হিসাবে ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টারা এসব জেলা পরির্দশন করবেন বলে তিনি উল্লেখ করেন।
আবহাওয়া অধিদফতরকে উদ্ধৃত করে শফিকুল আলম জানান, দীর্ঘসময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ-নদী ও খালবিল শুকিয়ে যাওয়া।