বড় জয়ে অ্যান্ডারসনকে বিদায় জানালো ইংল্যান্ড

7

স্পোর্টস ডেস্ক

লর্ডস টেস্ট দিয়ে শেষ হলো জেমস অ্যান্ডারসনের বর্ণাঢ্য ক্যারিয়ার। তার বিদায়ের ক্ষণ ইংল্যান্ড বড় জয়ে রাঙালো। ইনিংস ও ১১৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে স্বাগতিকরা। গাস অ্যাটকিনসনের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১২১ রানে। জবাবে ৩৭১ রান করে ইংল্যান্ড। ২৫০ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও উইন্ডিজদের ভরাডুবি। ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল তারা। অ্যাটকিনসনের আগুন বোলিংয়ে ১৩৬ রানে অলআউট ক্যারিবিয়ানরা। অ্যাটকিনসন শেষ ইনিংসে ৫ উইকেট নেন। আগের ইনিংসে পান সাত উইকেট। অ্যান্ডারসন তিন উইকেট নিয়েছেন। ৭০৪ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন এই পেসার। এদিকে, লর্ডস টেস্টের তৃতীয় দিন শুরুর আগে দেখা মিলল আবেগঘন এক দৃশ্যের।
ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে থাকা জেমস অ্যান্ডারসন পেলেন গার্ড অব অনার। দুদলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে জানান সম্মান। গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে ৪২ বর্ষী পেসারকে করতালিতে বিদায়ী অভিবাদন জানান। প্রথম ইনিংসে অ্যান্ডারসন ১০.৪ ওভারে তিন মেডেনসহ ২৬ রান খরচায় নেন এক উইকেট। তৃতীয় দিন শেষে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট শিকার করে মাঠ ছেড়েছিলেন। ২১ বছরের ক্যারিয়ারে ১৮৮ টেস্টে এপর্যন্ত ৭০৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।