ফেরার গল্প শোনালেন জাহানারা

7

জাহানারা আলম ছাড়া বাংলাদেশ নারী দলের একাদশ চিন্তাই করা যেত না একসময়। সেই পেসারকে ছাড়া জাতীয় দল পাড়ি দিয়েছে একবছরেরও বেশি। অভিজ্ঞ বোলার ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত করে ফিরেছেন টাইগ্রেস স্কোয়াডে। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিজিটাল প্ল্যাটফর্মে দিয়েছেন সাক্ষাৎকার। ফেরার জন্য কতটা পরিশ্রম করেছেন, শুনিয়েছেন গল্পটা। ‘৯ মাস আমি মাসকো একাডেমিতে অনুশীলন করেছি। সালাউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সঙ্গে এবং চেষ্টা করেছেন যেন ভালো পারফরম্যান্স করতে পারি।’ ‘প্রতিটি সময় চেষ্টা করেছি নিজেকে তৈরি করে রাখার জন্য, যেন নারী দলের যখনই প্রয়োজন হবে, যেন প্রস্তুত অবস্থায় থাকতে পারি। সবশেষ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সও হয়েছে, দীর্ঘ ৯ মাসের পরিশ্রম বলতে পারেন। অনেক ভালো অনুভূতি যে আবারও বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারব।’ ২০১৮ সালে শিরোপা জয়ের পর এশিয়া কাপে আর ভালো করতে পারেনি বাংলাদেশ। ৬ বছর আগের সুখস্মৃতি ফেরাতে চান জাহানারা। ‘এশিয়া কাপে দলের প্রথম লক্ষ্য আমাদের অবশ্যই সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা। এখানে একটা সমীকরণ আছে আমাদের, যেটা মনে করি, আমরা যদি গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি, তাহলে পাকিস্তানকে হয়তো পাবো। সেদিক থেকে আমাদের জন্য একটু সহজ হতে পারে। আমরা সেটিই চেষ্টা করব।’