ফটিকছড়ির ৬টি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান

13

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। গতকাল ১৮আগস্ট এক স্বারকে তিনি এ দায়িত্ব প্রদান করেন । স্বারকে জানা গেছে, সম্প্রতি উদ্ভুত বিশেষ পরিস্থিতির কারণে ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ অনুপস্থিত রয়েছেন। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘিœত হচ্ছে । বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা দ্রæততার সাথে প্রদানের লক্ষ্যে ১নং বাগান বাজারে ইউনিয়নে দায়িত্ব পালন করবেন প্রকল্প কর্মকর্তা (পজীপ) আলী নুর মিয়াজী, ২নং দাঁতমারা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজা, ৩নং নারায়াণহাট ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, ৭নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, ১০নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদে উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা একেএম নজরুল ইসলাম, ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, কোথাও কোন প্রশাসক দেয়া হয়নি। ৬ ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে । বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষ্যে তাদের দায়িত্ব দেয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাচিত হয়ে উপজেলার ১নং বাগান বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাজু , ২ নং দাতমারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জানে আলম, ৩ নং নারায়াণহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ৭নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দিদারুল আলম, ১০নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী , ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন দায়িত্ব পালন করে আসছেন। কিন্ত ১৮ আগস্ট তাদের অপসারণের দাবীতে স্ব স্ব পরিষদ ভবনের সামনে দিনভর অবস্থান নেন বিএনপি-জামায়াত-শিবির নেতা-কর্মীরা । এ সময় ওইসব চেয়ারম্যানরা অফিসে যায়নি বলে জানা গেছে।