প্রকল্প অনুমোদন নিয়ে তুমুল বাকবিতন্ডা

7

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মাসিক সভায় প্রস্তাবিত প্রকল্প অনুমোদন না দেয়ায় পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু’র সাথে সাবেক ইউপি চেয়ারম্যান ও সহায়ক কমিটির সদস্য আলী আজমের তুমুল বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার (২৮ জুলাই) দুপুরে পৌর প্রশাসকের কার্যালয়ে মাসিক সভা চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় আলী আজম প্রতিবাদ জানিয়ে সভা বর্জন করেন বলে জানা গেছে।
সূত্র জানায়, রবিবার পৌর প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত পৌরসভার ১১১তম মাসিক সভায় ছোট-বড় প্রায় ৬৪টি প্রস্তাবিত প্রকল্প উপস্থাপিত হয়। এরমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রায় ২০-২৫টি প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রস্তাবিত প্রকল্প অনুমোদনের তালিকায় ৫ লক্ষ টাকার একটি প্রকল্প না থাকার বিষয়টি নিয়ে অভিযোগ করেন আলী আজম।
আলী আজমের ভাষ্য অনুযায়ী- পৌরসভার নিদের্শনা অনুয়ায়ী পৌরএলাকার প্রতিটি ওয়ার্ডে রাজস্ব খাতে ১০ লক্ষ টাকার প্রকল্প দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুয়ায়ী ১নং ওয়ার্ডে আমরা পৌর সহায়ক কমিটির দুইজন সদস্য ৫ লক্ষ করে দুইটি ১০ লক্ষ টাকার প্রকল্প সভায় উত্থাপন করি। এ সময় পৌর এলাকার সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ রঙ্গিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ সংলগ্ন সড়ক থেকে নিচু হওয়ায় জানাজার নামাজসহ নানা ধর্মীয় কাজে নানাবিধ সমস্যায় পড়তে হয়। তাই, ঈদগাহ্ সংস্কার প্রকল্পটি সভায় উত্থাপন করা হলেও পৌর প্রশাসক জনস্বার্থের বিষয়টি আমলে না নিয়ে তার একক হস্তক্ষেপে প্রকল্পটি বাদ পড়ে।
সভায় উপস্থিত একাধিক জনপ্রতিনিধি বলেন, এই বিষয়টি নিয়ে সভায় ব্যাপক বাকবিতন্ডা হয়। আমরা অনেক চেষ্টা করেও থামাতে পারিনি। পরে অবশ্য পরিস্থিতি শান্ত করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু কোনো বাকবিতন্ডা হয়নি জানিয়ে বলেন, জনস্বার্থে গুরুত্বপূর্ণ প্রস্তাবিত প্রকল্পগুলো সভায় অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাটগুলো অগ্রাধিকার পেয়েছে। পৌর এলাকার হাটহাজারী মাদ্রাসাসংলগ্ন ঈদগাহ্ সংস্কারে ঈদুল আযহার আগে প্রকল্প দেয়া হয়েছিল। তেমনি, রঙ্গিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ সংস্কার প্রকল্পটিও ঈদের আগে অনুমোদন দেয়া হবে।