পেট্রোল-কেরোসিন ডিজেল-অকটেনের দাম কমল

2

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে সেপ্টেম্বরের জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন দরে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন ১ টাকা ২৫ পয়সা থেকে থেকে সর্বোচ্চ ৬ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছে।
জ্বালানি তেলের দাম এই হারে পুনঃনির্ধারণ করে গতকাল শনিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং গতকাল মধ্যরাত থেকেই নতুন দামে পাম্পগুলোয় তেল মিলেছে। খবর বিডিনিউজের।
এর আগে সরকারবিরোধী আন্দোলন দমনে ব্যস্ত আওয়ামী লীগ সরকার আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করতে পারেনি। তখন জ্বালানি বিভাগ থেকে বলা হয়েছিল, পরিবর্তন খুবই সামান্য, সে কারণে আর ঘোষণা করা হচ্ছে না।
জ্বালানি বিভাগ বলছে, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিন এতদিন বিক্রি হয়েছে লিটার প্রতি ১০৬ টাকা ৭৫ পয়সা; এই দাম থেকে ১ টাকা ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ টাকা ৫০ পয়সা করা হয়েছে।
বর্তামানে পেট্রোল ১২৭ টাকায় বিক্রিয় হচ্ছে। এই দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছে।
এছাড়া অকটেনের লিটার প্রতি বর্তমান দাম ১৩১ টাকা; এখান থেকেও ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। গত মার্চ মাস থেকে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে আসছে সরকার যা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে।