পশ্চিমবঙ্গে আবৃত্তি উৎসবে যাচ্ছেন ফারুক তাহের

7

ভারতের পশ্চিমবঙ্গের বৃহৎ আবৃত্তি ও শ্রæতি উৎসবে আমন্ত্রিত হয়ে পশ্চিমবঙ্গের হুগলী যাচ্ছেন আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। গতকাল মঙ্গলবার বিকালে তিনি কলকাতার উদ্দেশে দেশ ত্যাগ করেন। ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী আবৃত্তি ও শ্রুতি উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে হুগলির উত্তরপাড়া গণভবনে। হুগলীর সংগঠন কাব্যস্পন্দন আয়োজিত ‘মন ছুঁয়ে থাক উচ্চারণ’ শীর্ষক এটি তাদের তৃতীয় উৎসব। এর আগের দুটি উৎসবে বাংলাদেশ থেকে একমাত্র আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ও সংগঠক হিসেবে ফারুক তাহের যোগ দিয়েছিলেন।
দেশের প্রতিনিধিত্বশীল আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের ভারতের বিভিন্ন রাজ্যের আবৃত্তি সংগঠনের আমন্ত্রণে এর আগে আরো বহুবার পশ্চিমবঙ্গ সফর করেছেন। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি