পদ্ম পুকুর এসে

59

মহামুনি মেলা শুরু চৈত্র মাসের শেষে
এবার হতে দেখব মেলা পদ্ম পুকুর এসে।
অনেক যুগের পরে এবার জায়গা বদল হলো
নতুন রূপে মেলা শুরু সবাই মেলায় চলো।

আসবে মজার নাগরদোলা রং মেখেছে গায়
বাতাস যেন উড়ে উড়ে যাচ্ছে ছেয়ে গাঁয়।
নতুন রূপে বাঁশির সুরে চলছে মেলার গান
সবাই মহামুনি মেলার রাখবো ধরে মান।

মহামুনির মেলায় কত আসবে উপজাতি
হাইদ চকিয়া নামে জ্বলে ঐতিহ্যের বাতি।
পোড়া মাটির খেলনাপাতি আসবে মেলায় যত
টক মিষ্টি ঝাল চানাচুর জুটবে শত শত।

নাগরদোলা ঘুরবে মাঠে দিচ্ছে কেমন ডাক
সকাল থেকে বিকেল হলেই বাজায় মধুর রাগ।
বাঁশির সুরে মাতাল হাওয়া বইছে গাছের ডালে
গরম রোদে ছুটছে তবু কাক চৈতালীর হালে।

তালের শাখায় চৈতী হাওয়ায় বাবুই পাখির দল
মহামুনি মেলায় যেন নামবে লোকের ঢল।
ছোট্ট মনির বায়না যেন যায়না হাওয়াই বৃথা
হাঁড়ি পাতিল কাঁেচর চুড়ি কিনবে আমার গীতা।

টমটম গাড়ি পাতার ডাকাত থাকবে খোকার হাতে
মহামুনির বোশেখ মেলায় চল সবাই যাই সাথে।