নুর মোহাম্মদ আধ্যাত্মিক সমাজ গঠনে আমৃত্যু কাজ করে গেছেন

8

নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (রহ.) চট্টগ্রামের একজন ব্যবসায়ী সংগঠক ও জনপ্রতিনিধি হিসেবে সফল ব্যক্তিত্ব ছিলেন। পাশাপাশি জীবনের মাঝপথ থেকে আধ্যাত্মিকতার চর্চা এবং স্বীর পীর ও মর্শিদের সন্তুষ্টি তাঁকে ইনসানে কামেল হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। সমকালনি এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠায় আওলাদে রাসুল শাহেনশাহে সিরিকোট আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.) এর নির্দেশকে মাথাপেতে নিয়ে সর্বপ্রথম নিজের অর্থঅনুদানে মাদ্রাসা নির্মাণের কাজের সুচনা করেন। নিজের গড়া কোরবানিগঞ্জের বলুয়ার দিঘী পাড়স্থ বাড়ির বিশাল অংশকে গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর জন্য খানকাহ হিসেবে ওয়াকফ করে দিয়েছেন। এ খানকাহ থেকে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার কার্যক্রমে বিস্তার ঘটে, পবিত্র জসনে জুলছ এ খানকাহ শরিফ থেকে শুরু হয়, গাউসিয়া কমিটির কার্যক্রম এ খানকাহ শরিফ থেকে শুরু হয়। এভাবে ত্বরিকত, দ্বীন ও আহলে সুন্নাতের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিনত হয বলুয়ার দিঘী খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া। তিনি একজন নির্মোহ, নিরহঙ্কার ও নির্লোভ মানুষ ছিলেন। তিনি একটি আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষাসমৃদ্ধ সমাজ বিনির্মাণে অমৃত্যু সিলসিলাায়ে আলিয়া কাদেরিয়া, জামেয়া ও আনজুমানের খিদমত কওে গেছেন। সর্বশেষ তিনি আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ ছাহেব (রহ.) এর প্রধান খলিফ হিসেবে মনোনিত হন। গতকাল ২৬ জুলাই শুক্রবার রাতে নগরীর বলুয়ার দিঘী খানকাহ্’য় আয়োজিত আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর ৪৬তম ওফাত বার্ষিকী স্মরণে স্মারক আলোচনা সভায় বক্তরা এ কথাগুলো বলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী। বিশেষ অতিথি ছিলেন আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। আলোচনায় নুর মোহাম্মদ আলকাদেরীর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন আনজুমান এ রাহমানিয়া আহমদিযা সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহ্ম¥দ মহসিন। অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অতিথি ও আলোচক ছিলেন আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আঞ্জুমান সদস্য কমর উদ্দিন সবুর, আঞ্জুমান সদস্য ও গাউসিয়া কমিটি উত্তর-দক্ষিণ আহŸায়ক কমিটির সদস্য সচিব আশেক রসুল খান বাবু, নোয়াপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল মিয়া, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আজহারী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সিনিয়র প্রভাষক বিশিষ্ট লেখক আল্লামা হাফেজ ওসমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেন আরিফ, ঢাকা মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক কাশেম মিয়া, জামেয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ এর প্রধান অধ্যাপক মাওলানা হামেদ রেজা নঈমী, প্রভাষক জসিম আলকাদেরী, খানকাহ শরীফের মোতায়াল্লি ও নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর শাহেবজাদাগণ প্রমূখ। আলোচনা শেষে মিলাদ ও সালাতুস সালাম পরিবেশেন করেন দাওযাতুল খায়ের এর প্রধান মুযাল্লিম মাওলানা শাহ এমরান হোসেন, দ্বীন, মাজহাব, মুলিম মিল্লাত, দেশের শান্তি ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী।এ সময় অসুস্থ দৈনিক আজাদীর সম্পাদক এম এম মালেক, খানকাহ শরীফের মতোয়াল্লি হাজী নেয়াজ আহমদ দুলাল ও মায়মুনা বেগম উর্মীর জন্য বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য নুর মোহাম্মদ আলকাদেরীর ওফাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংগঠনের পক্ষ থেকে জামেয়া সংলগ্ন মাজারে পুস্পমাল্য অর্পন, খতমে কুরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউসিয়া শরীফের আয়োজন কনা হয়।