দুই দিনে ২৬৪ যান জব্দ জরিমানা আড়াই লাখ টাকা

19

নিজস্ব প্রতিবেদক

নগরীর প্রধান সড়কগুলোতে অবৈধ যান, ব্যাটারিচালিত রিকশা ও টমটমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। এতে গত সোমবার ও গত মঙ্গলবার দুইদিনে ২৬৪টি যান জব্দ করা হয়েছে। তার মধ্যে ১৫৪টি ছিলো ব্যাটারি চালিত অটোরিকশা। এছাড়াও দুইদিনে জরিমানা করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার টাকা। গতকাল বুধবার বিষয়টি পূর্বদেশকে জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।
জানা যায়, গত সোমবার (৯ সেপ্টেম্বর) ট্রাফিক বন্দর বিভাগের অভিযানে ৭টি যান জব্দ করা হয়। এর মধ্যে ব্যাটারি রিকশা ছিলো ৪টি। জরিমানা আদায় করা হয় ১৫ হাজার টাকা। ট্রাফিক পশ্চিম বিভাগের অভিযানে ২৫টি যান জব্দ করা হয়। তার মধ্যে ব্যাটারি রিকশা ছিলো ১১টি। ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় । ট্রাফিক উত্তর বিভাগের অভিযানে ৪৩টি যান জব্দ করা হয়। এর মধ্যে ব্যাটারি রিকশা ছিলো ২৩টি। জরিমানা আদায় করা হয় ৪৭ হাজার টাকা এবং ট্রাফিক দক্ষিণ বিভাগের অভিযানে ৬১টি যান জব্দ করা হয়, এর মধ্যে ব্যাটারি রিকশা ছিলো ৪৫টি। জরিমানা আদায় করা হয় ৪৭ হাজার ৫০০ টাকা।একইভাবে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ট্রাফিক বন্দর বিভাগের অভিযানে ১৩টি যান জব্দ করা হয়, এর মধ্যে ব্যাটারি রিকশা ছিলো ৭টি। জরিমানা আদায় করা হয় ১৯ হাজার টাকা। ট্রাফিক পশ্চিম বিভাগের অভিযানে ২৬টি যান জব্দ করা হয়, এর মধ্যে ব্যাটারি রিকশা ছিলো ১৫টি। জরিমানা আদায় করা হয় ৩৪ হাজার টাকা। ট্রাফিক উত্তর বিভাগের অভিযানে ৪১টি যান জব্দ করা হয়, এর মধ্যে ব্যাটারি রিকশা ছিলো ১৫টি। জরিমানা আদায় করা হয় ৪৩ হাজার টাকা এবং ট্রাফিক দক্ষিণ বিভাগের অভিযানে ৪৮টি যান জব্দ করা হয়, এর মধ্যে ব্যাটারি রিকশা ছিলো ৩৪টি। জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা।
সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) পূর্বদেশকে বলেন, নগরীতে অবৈধ ট্যাক্সি, ব্যাটারি চালিত অটোরিকশা, ফিটনেসবিহীন ও রুট পারমিট বিহীন গাড়ি চলাচলের কারণে যানজট বাড়ছে। এতে নগরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নগরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এছাড়া অবৈধ যানের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, নগরের প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও টমটম চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। কিন্তু অনেক ব্যাটারিচালিত রিকশা চালক প্রধান সড়কগুলোতে এসে আইন অমান্য করছে। এতে যানজট যেমন সৃষ্টি হচ্ছে, তেমনি সড়কে বিশৃঙ্খলাও দেখা দেয়। এরই প্রেক্ষিতে অভিযান দিচ্ছে সিএমপি’র ট্রাফিক বিভাগ।