ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

3

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে প্রধান শিক্ষককের পদ দখল করে শিক্ষা ব্যবস্থা নষ্ট করার অভিযোগে প্রধান শিক্ষক অলর্বাট রত্ন কে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ দিয়ে বলেন, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপন কুমার দে দায়িত্বে থাকার পরেও অবৈধ ভাবে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্ণা এর স্বাক্ষরিত একটি আদেশ দিয়ে একই প্রতিষ্ঠানে আলবার্ট রত্নকে দায়িত্ব প্রদান করার কারণে বিদ্যালয়ে বিদ্যালয় তহবিল বন্ধসহ শিক্ষা কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া ডনবস্কো উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য এমপিওভূক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকা থেকে সকল সম্প্রদায়ের শিক্ষার্থীরা পড়া লেখা করে আসছে, তবে বেশ কিছুদিন যাবৎ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্ণা এর নেতৃত্বে ডনবস্কো উচ্চ বিদ্যালয়কে একটি সম্প্রদায় খিষ্ট্রান মিশনারির আওতায় নিয়ে যেতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে অবৈধ প্রধান শিক্ষকের অপসারণ করে সাধারণ এমপিওভূক্ত হিসাবে সুন্দর পরিবেশ ফিরে আনার জন্য জোর দাবি জানাই।