জার্মানির হয়ে আর খেলবেন না মুলার

3

এবারের ইউরোতে জার্মানির ব্যর্থতার পরেই থমাস মুলারের জাতীয় দল ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। অবশেষে সেটাই সত্যি হলো।
গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে জার্মানির জার্সিতে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
জাতীয় দল ছাড়লেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন মুলার। বর্তমানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন তিনি।
জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুলার। ব্রাজিলের মাটিতে হওয়া এই বিশ্বকাপেও ৫ গোল করেছিলেন তিনি। এর মধ্যে গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে হ্যাটট্রিকও আছে।
খেলেছেন ১৩১ ম্যাচ। জার্মানির জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন দুই কিংবদন্তি লোথার ম্যাথাউস (১৫০) এবং মিরোস্লাভ ক্লোসা (১৩৭)।