চীনে চালু হলো ‘লাইফ অ্যাসিস্ট্যান্ট’ অ্যাপ

1

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার সহযোগী ফিনটেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় একটি ‘লাইফ অ্যাসিস্ট্যান্ট’ মোবাইল অ্যাপ চালু করেছে। বৃহস্পতিবার সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা খাবার অর্ডার, ট্যাক্সি ডাকা, টিকিট বুকিং এবং স্থানীয় রেস্টুরেন্ট ও বিনোদনের তথ্য খুঁজে পেতে সহায়তা পাবেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
অ্যান্ট গ্রুপের এই অ্যাপটির নাম ঝিঝিয়াওবাও। এটি আলিপে ডিজিটাল পেমেন্ট অ্যাপের বিভিন্ন সেবাও প্রদান করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলিপের ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে সহজতর করতে ঝিঝিয়াওবাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বজুড়ে গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টগুলো এআইভিত্তিক পণ্যে বিনিয়োগ বাড়াচ্ছে। অ্যান্ট গ্রুপের প্রেসিডেন্ট সিরিল হান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আলিপে এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ঝিঝিয়াওবাও অ্যাপটি প্রতিদিনের জীবনের জন্য একটি মূল্যবান টুল হয়ে উঠবে।