চান্দগাঁওয়ে মা চন্ডী গীতা বিদ্যাপীঠ উদ্বোধন

7

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন চান্দগাঁও থানার সংসদ পরিচালিত শ্রীশ্রী মা চন্ডী গীতা বিদ্যাপীঠের উদ্বোধনী অনুষ্ঠান ১২ জুলাই নগরীর বাহির সিগন্যালস্থ সর্বজনীন চন্ডী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাগীশিক চান্দগাঁও থানা সংসদের সভাপতি সহপ্রতি ঋত্বিক সুমন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইটু কুমার সেনের সঞ্চালনায় শুরুতে গীতা থেকে পাঠ করেন গীতা প্রশিক্ষক প্রদীপ দাশ ও গীতা স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী। উদ্বোধক ছিলেন বাগীশিক মহানগর সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিবরণ দাশ।
মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক মহানগর সংসদের গীতা প্রশিক্ষক বিষয়ক সম্পাদক শিক্ষক সুকুমার নাথ।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জেলা সৎ সংঘের সাংগঠনিক সম্পাদক মনোতোষ শীল।
বিশেষ অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের সহ-মহিলা সম্পাদিকা ঊষা আচার্য্য, বাগীশিক চান্দগাঁও থানা সংসদের উপদেষ্টা ডা. সাগর চন্দ্র দে, ডা. হারাধন দাশ, সহ-সভাপতি শুভজিত দত্ত, সমীরণ দাশ, গীতা সংগঠক টিটু সেন, রানা দাশ, জনি বিশ্বাস, সুব্রত দে, জনি দাশ।
আরো বক্তব্য রাখেন বাগীশিক চান্দগাঁও থানা সংসদের কর্মকর্তা অঞ্জন চৌধুরী, বাবলা সরকার, দীপংকর দাশ, বাসু চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি