গেইলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম

65

হঠাৎ করেই ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখার ঘোষণা দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানবক্রিস গেইল। ফলে আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে দেখা যাবে না গেইলকে। যদিও তাকে ড্রাফটের মাধ্যমে দলে ভেড়ায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে গেইলের বিশ্রামের ঘোষণায় নড়েচড়ে বসেছে চট্টগ্রামের দলটি। তাদের দাবী, গেইল যদি বিপিএলে না খেলে তবে তার বিপক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গত ১৭ নভেম্বর হয়ে যাওয়া বিপিএলের ড্রাফটে গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম। কিন্তু এতে অবাকই হয়েছেন গেইল।
তিনি বলেন, ‘আমি বিগ ব্যাশে যাচ্ছি না। আমি নিশ্চিত নই, সামনে ক্রিকেটে কী আসবে। এমনকি আমি এটিও জানি না বিপিএলে আমার নাম কীভাবে উঠলো। একটি দলের ড্রাফটে আমার নাম যুক্ত হয়েছে। কিন্তু কিভাবে কী ঘটছে আমি কিছুই জানি না।’ তবে চট্টগ্রাম দলের টিম ডিরেক্টর জালাল ইউনুস বলেন, গেইলকে দলে নেয়ার পরে তার এজেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছে। তার এজেন্ট জানিয়েছে, গেইল ড্রাফটের ব্যাপারে অবগত ছিলো।’ জালাল আরো বলেন, যদি সে না আসে তবে ড্রাফট থেকে আমরা অন্য খেলোয়াড়কে দলে ভেড়াবো। তবে আমি মনে করি, শৃঙ্খলা রক্ষার জন্য বিসিবির এ ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বুধবার সাংবাদিকদের বলেন, ড্রাফটের প্রক্রিয়াটি পরীক্ষা করা হয়েছে এবং গেইলের অন্তর্ভুক্তিতে কোনো ভুল ছিলো না।