উত্তর কাট্টলীতে প্যারী মোহন গীতা বিদ্যাপীঠের উদ্বোধন

13

বাগীশিক পাহাড়তলী থানা সংসদের উদ্যোগে প্যারী মোহন গীতা বিদ্যাপীঠের উদ্বোধনী অনুষ্ঠান গত ১০ মে নগরীর উত্তর কাট্টলী প্যারী মোহন সেন বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি শিপুল সেন। বাগীশিক পাহাড়তলী থানা সংসদের সভাপতি জুয়েল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। মহান অতিথি ছিলেন বাগীশিক পাহাড়তলী থানা সংসদের সাবেক সভাপতি মাস্টার অন্জন মহাজন, ৫১নং বিট পুলিশ কমিটির সাধারণ সম্পাদক বিটন সেন, পাহাড়তলী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিঠুন সরকার। প্রধান বক্তা ছিলেন বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। গীতা প্রশিক্ষক ও গীতাপাঠক অভি দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর কাট্টলী মগধেশ^রী সর্বজনীন সেবাখোলা মন্দিরের সাধারণ সম্পাদক শিলক সেন, সমাজসেবক প্রবীর সেন, মহানগর সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক অনিল কুমার আচার্য্য, দপ্তর সম্পাদক মাধব চক্রবর্তী, সমাজসেবক জীবন গুহ, বাগীশিক পাহাড়তলী থানা সংসদের সাধারণ সম্পাদক সমীরণ ধর। প্যারী মোহন গীতা বিদ্যাপীঠের পরিচালক নিশান সেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগীশিক পাহাড়তলী সংসদের সাংস্কৃতিক সম্পাদক রতন চক্রবর্তী, শিমুল পাল, সুজন দাশ, অর্জুন দেবনাথ, অভি দেবনাথ, রিপন দেবনাথ, কনকন বিম্বাশ, নিশান সেন প্রমুখ। শুরুতে গীতাপাঠ করেন প্যারী মোহন গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে গীতা শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও গীতাসামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি