ইউটিউবে নতুন রেকর্ড রোনালদোর

3

স্পোর্টস ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে সদা সরব ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউবে চ্যানেল খোলার পর বিশ্বরেকর্ড গড়েছিলেন। চ্যানেলটি খোলার প্রায় দেড় ঘণ্টার মধ্যে এক মিলিয়ন তথা ১০ লাখের বেশি গ্রাহক সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল। সেই যাত্রা অব্যাহত রেখেছে সিআর সেভেনের চ্যানেলটি। এবার আরেকটি রেকর্ড সঙ্গী করেছেন ৩৯ বর্ষী মহাতারকা। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামের চ্যানেলটি খোলার দুদিন পর সাবস্ক্রাইব সংখ্যা গিয়ে ঠেকেছে তিন কোটির বেশিতে। এক সপ্তাহে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর চ্যানেলের গ্রহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে পাঁচ কোটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের প্লাটফর্মে এক সপ্তাহে প্রায় সাড়ে পাঁচ কোটি গ্রাহক হওয়া প্লাটফর্মটির নতুন রেকর্ড। এর আগে এত অল্প সময়ে ইউটিউবে আর কারও এতবেশি গ্রাহক মেলেনি। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এক্স হ্যান্ডল অনুসারী সংখ্যা ১১২.৬ মিলিয়ন, ফেসবুকে সে সংখ্যা আরও বেশি ১৭০ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে সবার চেয়ে বেশি ৬৩৬ মিলিয়নের বেশি।