‘রাসুল পাক’র (দ.) শুভাগমনে তৃষ্ণার্ত পৃথিবী তৃপ্তি লাভ করে’

2

রাসুল পাক (দ.)’র শুভাগমনে তৃষ্ণার্ত পৃথিবী তৃপ্তি লাভ করেছিল। যিনি জীবনের সকল দিক ও বিভাগে আমুল পরিবর্তন করে সমগ্র সমাজ সভ্যতাকে আল্লাহর রঙে রঙিন করে গেছেন। তিনি নিছক এমন কোন ধর্মীয় নেতা ছিলেন না যে, শুধুমাত্র মসজিদে বসে মানুষদেরকে ধর্মীয় বাণী শুনাতেন বা অধিকাংশ সময় ধন্যামগ্ন থাকতেন। অথবা, তিনি এমনও ছিলেন না যে শুধু ইমামতি নিয়ে ব্যস্ত থাকতেন বা উপরন্ত ধর্মীয় দিকটি দেখাশুনা করতেন। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত তথা আল কোরআন ও সত্য দ্বীন তিনি পেয়েছেন তা মানুষের গোটা জীবন ব্যবস্থার প্রত্যেকটি বিভাগে প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে কেবলমাত্র আল্লাহর আনুগত্য ও বিধান বিজয়ী ছিল। সেখানে আল্লাহর আনুগত্য ও বিধানের বিপরীত সকল প্রকার চিন্তা চেতনা নামমাত্রও ছিল না আর এটিই তাঁর কাজ এবং তাঁকে অবশ্যই করতে হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ প্রাঙ্গনে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) সমাবেশ উদ্যাপনের ১০ম দিনে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা হাফেজ কবি আনিসুজ্জামান আল কাদেরী উপরোক্ত মন্তব্য করেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, শাহ আমিনিয়া ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় জা’নশীনে আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আ’লা হযরত, আল আমিন হাশেমী দরবার শরীফ’র সাজ্জাদানশীন ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের সভাপতি আল্লামা শাহ্ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী’র সভাপতিত্বে ও ফতেয়াবাদ কাদেরিয়া শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ নুরুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া’র আরবী প্রভাষক আল্লামা হাফেজ কবি আনিসুজ্জামান আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন ইমাম আজম রিচার্জ সেন্টার’র প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর, আল্লামা হাফেজ আবদুল হাই আল কাদেরী, ফতেয়াবাদ কাদেরীয়া শাহ আমিনিয়া দাখিল মাদরাসা’র মুদাররিস মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল নিশান কাদেরী। উপস্থিত ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর হাশেমী, কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি