সৈয়দবাড়ি দরবার শরিফে জশনে জুলুস

3

গাউসিয়া সমিতি বাংলাদেশ ও সৈয়দবাড়ি দরবার শরিফের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর ফটিকছড়িতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ) অনুষ্ঠিত হয়েছে। পীরে কামেল আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) এর মাজার শরিফ প্রাঙ্গণ থেকে সকাল ৮টায় শুরু হওয়া এই জুলুসে নেতৃত্ব দেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। মুহাম্মদ তকির হাট, জাহানপুর, আজাদী বাজার, সমিতির হাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে ও পথসভা শেষে বাগে হুদা মনজিল প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, এদেশে সুফিবাদি ওলী বুজুর্গরাই ইসলামের ভিত্তিসৌধ গড়ে তুলেছেন। আউলিয়ায়ে কেরামের মাজারসমূহ এদেশের মানুষের আস্থা, শ্রদ্ধা, নির্ভরতা ও ভালোবাসার প্রতীক। তাই মাজার শরিফে হামলা কিছুতেই বরদাশত করা যায় না। যারা মাজার-মন্দিরে হামলা চালায় তারা দেশ, ইসলাম ও মানবতার দুশমন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক গবেষক-ইসলামী চিন্তাবিদ আল্লামা এম.এ মান্নান। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চট্টগ্রাম নগর সভাপতি আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। ঈদে মিলাদুন্নবীর (দ) তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনায় অংশগ্রহণ নেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ তৌসিফুল হুদা, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী, আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী, আল্লামা হাফেজ আব্দুল হাই, জহির আহমদ চেয়ারম্যান, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল হাকিম, জহির উদ্দিন বাবর, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ শাহজালাল, হাফেজ মাওলানা নাছির উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম রেজভী, মাওলানা মুহাম্মদ নাছির, আনোয়ার সওদাগর, আবুল হাশেম, সৈয়দ মাহমুদ হোসাইন, হাফেজ মাওলানা শামসুল আলম প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। বিজ্ঞপ্তি