বৈষম্যবিরোধী ছাত্র-জনতা অধিকার রক্ষা পরিষদের সমাবেশে ৬ দাবি

3

বিপ্লব উদ্যানের সবুজ ধ্বংস করে সিটি করপোরেশনের স্থাপনা নির্মাণ ও বাণিজ্যিকীকরণের চুক্তি বাতিল করা, বিপ্লব উদ্যানের হারিয়ে যাওয়া সবুজ ফিরিয়ে আনাসহ ৬ দফা দাবিতে গত শুক্রবার ২নম্বর গেট মোড়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা অধিকার রক্ষা পরিষদর সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আসমা আক্তারের সভাপতিত্বে ও সুবাইতা সুলতানা ইতুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জ্যোতি বড়ুয়া, মো. ফারদিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আফরোজা নীলা প্রমুখ। বক্তারা বলেন, চট্টগ্রামে দিন দিন উন্মুক্ত পরিসরের পরিমাণ কমছে। এ অবস্থায় যেখানে উন্মুক্ত পরিসর বৃদ্ধি করা প্রয়োজন, সেখানে সিটি করপোরেশন বিদ্যমান উদ্যানগুলোকে বাণিজ্যিকীকরণ করেছে। দফায় দফায় জনগণের আন্দোলন, মতামতের তোয়াক্কা না করে উদ্যান ধ্বংসের চুক্তি করা হয়েছে। অবিলম্বে বিপ্লব উদ্যান ধ্বংসের এ বাণিজ্যিক চুক্তি ও প্রকল্পটি বাতিল করে সবুজ ঘন উদ্যান ফিরিয়ে আনতে হবে। শুধু বিপ্লব উদ্যান নয়, কাজির দেউরি শিশু পার্ক উচ্ছেদ করা হলো কিন্তু তার সাথে গাছপালাও কেটে ফেলা হয়। যা পরিবেশবান্ধব নয়। এছাড়া সমাবেশ থেকে বক্তারা সর্বসাধারণের বিনোদন ও বিশ্রামের প্রাণকেন্দ্র হিসেবে উন্মুক্ত পার্ক তৈরি করা, অপসারণকৃত কাজির দেউরি শিশুপার্কের স্থানে জনসাধারণের জন্য উন্মুক্ত পার্কের ব্যবস্থা করা, জাম্বুরীপার্ক সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা, অতিসত্ত¡র জাতিসংঘ পার্কের সংষ্কার কাজ শেষ করে সর্বসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করা, স্বাধীনতা কমপ্লেক্স বা জিয়া পার্ক সংষ্কার করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা, ফয়েসলেক, চিড়িয়াখানা, স্বাধীনতা কমপ্লেক্স সহ চট্টগ্রাম শহরের যেসব পার্কে প্রবেশ ফি প্রদান করতে হয় তা কমিয়ে সর্বনিম্ন ৫-২০ টাকা নির্ধারণের দাবি জানান। শেষে একটি বিক্ষোভ মিছিল বিপ্লব উদ্যান থেকে শুরু হয়ে ষোলশহর স্টেশনে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি