ইসরায়েলে ভারতের অস্ত্র সরবরাহ বন্ধে সুপ্রিম কোর্টে আবেদন

5

ইসরায়লে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে ভারত সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত ক‚টনীতিক, শিক্ষাবিদ ও অধিকারকর্মী। আবেদনে তারা গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য ভারতীয় বিভিন্ন কোম্পানিকে দেওয়া লাইসেন্স বাতিল বা স্থগিত করতে সরকারকে নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছে আদালতের কাছে।
ভারতীয় পত্রিকা দ্য হিন্দু জানায়, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ ও শেরিল ডি সুজার মাধ্যমে বুধবার সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করা হয়েছে। এতে বলা হয়, গাজায় যুদ্ধ চলার এই সময়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করাটা আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের বাধ্যবাধকতার লঙ্ঘন। একইসঙ্গে তা ভারতের সংবিধানের ৫১ তম অনুচ্ছেদ এবং মানুষের জীবনের মৌলিক অধিকার ও সমান অধিকারেরও লঙ্ঘন।
আবেদনে কয়েকটি কোম্পানির নাম দেওয়া হয়েছে। এর মধ্যে আছে প্রতিরক্ষামন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড, প্রেমিয়ার এক্সপ্লোসিভস, আদানি ডিফেন্স এবং এয়ারোপেস লিমিটেড ও অন্যান্য আরও কোম্পানি।