রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সেগুন কাঠ আটক

5

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় বন বিভাগ, পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে মঙ্গলবার ( ৩ সেস্টেম্বর) বিপুল পরিমাণ সেগুন কাঠ আটক করা হয়। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লা আল মামুনের নির্দেশনায় চন্দ্রঘোনা ও সরফভাটা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান জানান, সেগুন কাঠ পাচাররোধে এ অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গুনিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছুফি পাড়া এলাকা থেকে রাত ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ১শত ৮৩ টুকরো সেগুন কাঠ আটক করা হয়। ২৫৬ ঘনফুট সেগুন কাঠের মূল্য প্রায় ৬ লাখ টাকা । বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সরফভাটা ও কোদালা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ আটক করা হয়। আটককৃত সেগুন কাঠ রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তার অফিসে হেফাজতে নেওয়া হয়। সম্প্রতি রাঙ্গুনিয়ায় নদী ও সড়ক পথে অবাধে চোরাই সেগুন কাঠ পাচার হচ্ছে।