সীতাকুন্ডে মাছ ধরতে গিয়ে ছাত্রের মৃত্যু

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে রায়হান উদ্দিন রাজু (৩০) নামে এক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)’র ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দপুর ভূঁইয়ার হাট বগাচতর খালে এই মৃত্যুর ঘটনা ঘটে। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স করেছে ও সৈয়দপুর ৯নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর এনায়েতুল্লাহ হুজুরের বাড়ির প্রবাসি সলিম উল্ল্যাহ খানের বড় পুত্র। আইআইইউসিতে অধ্যয়নরত অবস্থায় রাজু ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে জামাত-শিবিরের একজন একনিষ্ঠ কর্মী বলে জানা যায়।
জানা যায়, নিজেই জাল মেরে মাছ ধরা শখের বশবর্তী হয়ে মঙ্গলবার সকালে জাল নিয়ে ভূঁইয়ার হাট বগাচতর খালে জাল মারতে যায় রাজু। কয়েক খোপ জালও মারে। জাল মারার এক পর্যায়ে রাজু সুইচ গেটের মুখে জাল মারলে পানির স্রোতে অসাবধানতাবশত রাজুও পানিতে পড়ে পানির স্রোতে আটকে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর পরিবারের লোকজন রাজুকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
এসব বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সজল শীল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমি যতটুকু শুনেছি সুইচ গেইটের মুখে জাল মারতে হলে এক মাস থেকে জাল মেরে অন্য পাশ থেকে টানতে হয়। সম্ভবত এই ক্ষেত্রে রাজুর জালের রশি হাতে লাগানো ছিল। পানির স্রোতে জাল টান দিলে অসাবধানতাবশত রাজুও পানির স্রোতে পড়ে গিয়ে আহত হয়। এরপর স্থানীয় উদ্ধার করে পরিবারের লোকসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।