৬ সেকেন্ডের ব্যবধানে আরেক স্বর্ণ ব্রিটেনের

9

প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে আরেকটি দুর্দান্ত ইভেন্ট উপহার দিয়েছেন গ্রেট ব্রিটেনের অ্যাথলেট অ্যালেক্স ইয়ে। ছেলেদের একক ট্রায়াথলন ইভেন্টে ৬ সেকেন্ডের ব্যবধানে স্বর্ণ জিতে নিয়েছেন, হারিয়েছেন নিউজিল্যান্ডের প্রতিযোগীকে। প্রতিযোগিতার শুরু থেকে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের হেইডেন ওয়াইল্ডি। ইভেন্টের শেষ মিনিট পর্যন্ত দেখা যাচ্ছিল ওয়াইল্ডি স্বর্ণ জিততে চলেছেন। এরপরই বাজি পাল্টে যায়।
শেষ সময়ে এসে পার্থক্য গড়ে দেন অ্যালেক্স ইয়ে। অ্যালেক্স প্রথম অ্যাথেলেট যিনি ব্যক্তিগত এবং মিশ্র ট্রায়াথলনে স্বর্ণ জিতলেন। তার মোট সময় লাগে ১ ঘণ্টা ৪৩ মিনিট ৩৩ সেকেন্ড। রৌপ্য জেতা ওয়াইল্ডির সময় লাগে ইয়ের চেয়ে ছয় সেকেন্ড বেশি, ১ ঘণ্টা ৪৩ মিনিট ৩৯ সেকেন্ড। ২০২০ টোকিও অলিম্পিকে হেইডেন ওয়াইল্ডি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার ব্রোঞ্জ পদক জিতেছেন স্বাগতিক ফ্রান্সের লিও বার্জার। এটি ট্রায়াথলনে ফ্রান্সের প্রথম পদক এবং তার সময় লাগে ১ ঘণ্টা ৪৩ মিনিট ৪৩ সেকেন্ড।