পৃথিবীতে সকল ধর্মের মূলই হচ্ছে মানবসেবা

3

নিজস্ব প্রতিবদেক

বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি বলেছেন, ‘পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকের মূলেই ছিল মানবসেবা। মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করা হয়েছে। মানুষের মতো হলে স্বর্গ লাভ করা যায়। অমানুষ হলে নরকে যাবে। তাই পৃথিবীতে যত মনিষী এসেছেন সবাই বলেছেন মানুষ হও। সকল ধর্মের মর্ম কথা মেনে চললে সমাজে কোন অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’
গতকাল বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা-মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে সংঘদান, স্মৃতিচারণ সভা, সংবর্ধনা ও সদ্ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি নির্বাচনী সকল ওয়াদা পালনে বদ্ধপরিকর। ইতোমধ্যে পশ্চিম বাঁশখালীর বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। আগামী মাসেই টেন্ডারে যাবে। প্রধান সড়ক চার লেন করতে প্রকল্প পাঠানো হয়েছে। মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের উন্নয়নেও আমি ভূমিকা রাখবো।’
সপ্তম সংঘরাজ সদ্ধর্মকীতি অভয়তিষ্য মহাস্থবির, একাদশ সংঘরাজ শাসনশোভন শাসনশ্রী মহাস্থবির স্মরণে এ সংঘদান অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও আশীর্বাদক ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবির, সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব এস. লোকজিৎ মহাস্থবির। অনুষ্ঠানে সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ মৈত্রীজিৎ মহাস্থবির উদ্বোধনী বক্তব্য ও সাংবাদিক কল্যান বড়ুয়া স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি ছিলেন শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বিশিষ্ট সমাজসেবক মো. আমান উল্লাহ, সুকুমার বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া প্রমুখ। কাকন বড়ুয়া, সোহেল বড়ুয়া ও নয়ন বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনাসহ ধর্মীয় কাজে অংশ নেন ফনিন্দ্র লাল বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, মিলন বড়ুয়া, পুলিন বড়ুয়া, কমল বড়ুয়া, বিকাশ বড়ুয়া, বিমল বড়ুয়া, সাধন বড়ুয়া, বিদর্শন বড়ুয়া, রাসেল বড়ুয়া, প্রমোতোষ বড়ুয়া প্রমুখ।