রাউজানে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে টিটিসি

4

রাউজান প্রতিনিধি

মাসিক ২ হাজার টাকা বৃত্তি প্রদানসহ, যাতায়াত ভাতা প্রদান করে সম্পূর্ণ বিনা খরচে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দিচ্ছে রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)। এতে ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন/ওয়েব ডিজাইন, গার্মেন্টস, সুইং মেশিন অপারেশন, বøক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং, টেইলারিং এন্ড ড্রেস মেকিংসহ কয়েকটি ট্রেডে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে। চট্টগ্রাম রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের পাশে উদ্বোধনকৃত এ প্রতিষ্ঠানে যেসব নারী ও কর্মক্ষম যুবকের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে তারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ট্রেড-ভেদে অষ্টম থেকে এইচএসসি পাস পর্যন্ত গ্রহণযোগ্য। মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবেন। এ প্রশিক্ষণ শেষে বিনা খরচে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। দৈনিক ২০০ টাকা করে ভাতা পাবেন। অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের জন্য এককালীন ৫০০০ টাকা বৃত্তি। এছাড়াও থাকছে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশের চাকরির সুযোগ। এ সুযোগ নিতে আবেদন করার জন্য রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে।