ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনূর কামালকে সংবর্ধনা

4

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ’র উদ্যোগে জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ এর সংবর্ধনা অনুষ্ঠান গত ১০ জুলাই নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে লায়ন্স ইন্টারন্যাশনালের ১০৬তম কনভেনশন সফলভাবে সম্পন্ন করে আসায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে জেলার ক্লাবগুলোর মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ, চকরিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আর্টিফিশিয়ালদের লিম্বস প্রদান এবং দুস্থ-এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। লায়ন মো. হারুন ইউসুফ পিএমজেএফ’র সভাপতিত্বে ও লায়ন অঞ্জন শেখর দাশ সিআইপি’র সঞ্চালনায় লায়ন মাহমুদ হাসানের কোরআন তেলাওয়াত ও লায়ন সালেহা পারভীনের আনুগত্যের শপথপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এসএম শামসুদ্দিন, লায়ন্স স্কলারশীপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. মোস্তাক হোসাইন। অনুষ্ঠানে চেয়ারম্যান লায়ন উত্তম কুমার দাশ এমজেএফ’র পরিচালনায় ‘শেয়ার এন্ড কেয়ার মাউন্টলি বুলেটিন’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বৃক্ষরোপণ কমিটির লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন পারভীন মাহমুদ এফসিএ, লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, লায়ন হানিফা নাজীব হেনাসহ ক্লাব সদস্য ও রজনীগন্ধার সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি