কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদ

6

মহানগর যুবলীগের উদ্যোগে কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে এবং জনগণের জানমাল রক্ষায় অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, মেধা কোটা কখনও অবহেলিত হয় না। মুক্তিযোদ্ধাদের মধ্যে মেধার কনটেস্ট হচ্ছে। তাদের মধ্যে যারা মেধায় অগ্রসর, উপরের দিকে তারাই তো আসবে। এখানে মেধাকে আন্ডারমাইন করা হচ্ছে না।তিনি আরও বলেন, একটা দেশকে গড়ে তুলতে হলে অবশ্যই দেশপ্রেমিক লোক দরকার। সরকারি চাকরিতে মেধাবী এবং দেশপ্রেমিক কর্মীর প্রয়োজন অধিক। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, সাংগঠনিক সম্পাদক, সনত বড়ুয়া, দিদার উর রহমান তুষার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এ জে এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজিব হাসান রাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর টিপু, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহজাহান সামি, সহ-সম্পাদক ইব্রাহিম খলিল নিপু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াসিম, খন্দকার মোখতার আহমেদ আরিফসহ মহানগর যুবলীগের আওতাধীন ৪৪টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম-আহবায়কবৃন্দ। বিজ্ঞপ্তি