রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় তিনটি অবৈধ অস্ত্র ও কার্তুজসহ মো. সাইফুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাকে ধরা হয়।
গ্রেফতার সাইফুল হাটহাজারী উপজেলার মুরাদপুর মাহিনের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সরফভাটার বড়খোলাপাড়া পাহাড়ি এলাকা থেকে অস্ত্রগুলো কিনে নিয়ে যাচ্ছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি অস্ত্র, কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সরফভাটা বড়খোলাপাড়া পাহাড়ি এলাকা থেকে অস্ত্রগুলো কিনে নিয়ে যাচ্ছিলো বলে জানায়। তবে কার কাছ থেকে এবং কেন সে এসব অবৈধ অস্ত্র নিয়েছে এসব জানতে আদালতে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে।