সড়ক দুর্ঘটনায় মানবাধিকারকর্মী হোসাইনের মৃত্যু

4

গত ১৪ জুলাই রবিবার সন্ধ্যায় রাঙামাটি রোডের রাণীরহাট ঠান্ডাছড়ি চা বাগান এলাকায় ট্রাক ও সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১ আরোহী ঘটনাস্থলে মারা যান। ট্যাস্কি ড্রাইভার ও অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মীর মুহাম্মদ হোসাইন দক্ষিণ রাজানগর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকার মরহুম মীর মুহাম্মদ আজিজুল হকের জ্যেষ্ঠপুত্র এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার-এর ভাগিনা। তার ইন্তেকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম চিশতী, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী এম এন আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ্, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক মিয়া, রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আলম, মানবাধিকার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা, চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হক, মহানগর শাখার সভাপতি প্রিন্সিপ্যাল ড. মোহাম্মদ সানাউল্লাহ্, রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সহ-সভাপতি অ্যাভোকেট বঙ্কিম চন্দ্র দাশ, মুহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, প্রমুখ মানবাধিকার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি