ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণ খুঁজে তা বন্ধ করুন

16

ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া বন্ধ করার আহবান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। ১৫ জুলাই সোমবার বিকাল ৫টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী হুমায়ূন কবির মজুমদারের সাথে তাঁর দফতরে গ্রাহকের বিভিন্ন অভিযোগ বিষয়ে মতবিনিময় করতে গিয়ে এ আহবান জানান তিনি। চট্টগ্রামের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন খোরশেদ আলম সুজন। বিউবো’র প্রধান প্রকৌশলী হুমায়ূন কবির মজুমদার নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দকে তাঁর দফতরে স্বাগত জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে বিদ্যুতের ব্যাপক চাহিদা বাড়লেও জনগণ পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। রক্ষণাবেক্ষণ এবং দুর্ঘটনাজনিত কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করতে হয় জানিয়ে তিনি বলেন, ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার বিষয়টি কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান প্রকৌশলী সম্পা নন্দী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী যথাক্রমে অশোক কুমার চৌধুরী, উজ্জ্বল কুমার মোহন্ত, উজ্জ্বল বড়ুয়া, শহিদুল ইসলাম মৃধা, প্রকৌশলী শেখ মো. মাহফুজুল হক, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব মো. হোসেন, মো. শাহজাহান, মো. সেলিম, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু, মো. শাহজামাল প্রমুখ। বিজ্ঞপ্তি