শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে হবে

5

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর জুলাই-২০২৪ সেশনের ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেস, ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রিপ্রিনিউরিয়াল সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্সেস এন্ড হিউম্যানিটিস এ ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টশন প্রোগ্রাম ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং গেস্ট অব অনার ছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা ড. মাইকেল দত্ত, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান তাহমিনা খাতুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটেরেচার বিভাগের চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. শাহাদাত হোসাইন, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান চন্দ্রা দাশ, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. প্রণয় কুমার মজুমদার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর মো. আব্দুল মোতালেব ভুইঁয়া, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ডিন ড. হেদায়েত উল্লাহ, ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্সেস এন্ড হিউম্যানিটিস এর ডিন ড. গুরুপদ চক্রবর্তী, ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এর ডিন প্রফেসর এম মহিউদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেস এর ডিন ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. রনজিত কুমার সাহা এবং সেন্ট্রাল এডিমশন কমিটির চেয়ারম্যান ও আইকিইএসির পরিচালক ড. অনিন্দ্য কুমার নাথ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দুর্নীতিমুক্ত সমাজ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রগঠনে আমাদের যে দায়িত্ববোধ তা পরিপূর্ণভাবে পালন করতে হবে। বিজ্ঞপ্তি