দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসো,’র ৬ষ্ঠ বর্ষপূর্তি

5

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১৩ জুলাই নগরীর চান্দগাঁও কাদেরীয়া তাহেরিয়া হাফেজীয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার হাফেজ শিশুদের সাথে ভোজন আয়োজন করা হয়। এছাড়াও অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংগঠনের সভাপতি ইমন খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ফাহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম সাইফু, সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন, প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ নূরনবি সাহেদ ও মুহাম্মদ জামাল উদ্দীন। স্বাগত বক্তব্যে সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আজগর সংগঠনের মানবিক কর্মকান্ডগুলো তুলে ধরেন। শেষে দোয়া মাহফিলে সংগঠনের উপদেষ্টা মায়মুনুর রশিদ নাহিদ ও অর্থ সম্পাদক ওয়াহিদ এর পিতার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জোবায়ের হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাব্বির, প্রচার সম্পাদক রবিউল হোসেন, দপ্তর সম্পাদক রিদুয়ান রোহান, সদস্য জামসেদুল ইসলাম রাকিব, নুর নবি রাকিব, তাহিয়া, আবদুল্লাহ, মেহেদি হাসান, নোমান, নাজমুল সাকিব, তারেক আরমান প্রমুখ। বিজ্ঞপ্তি