আনোয়ারায় ১১ জনের বিরুদ্ধে মামলা

7

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় আধিপত্য বিস্তারের জেরে মো. জালাল উদ্দিনকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে নিহত জালালের বড়ভাই মোহাম্মদ জামাল বাদী হয়ে মোক্তারকে প্রধান আসামি করে এ মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন জুইদন্ডী এলাকার নুর হোসেন (৩২), জাগির হোসেন (৩৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম রাসেল (৪৪), সৈয়দ আহমদ (৬৯), বোরহান উদ্দিন (২৭), মঈনুদ্দিন (৩০), নুরুল হক (৩৭), মো. জুনায়েদ (২৫), জুইঁদন্ডী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজাদুল ইসলাম শিমুল (৪০) ও সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা (৫২)। ঘটনার পর মোক্তারের পিতা ছৈয়দ আহমদকে (৫৯) গ্রেপ্তার করে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জালাল উদ্দীনকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার ভোরে উপজেলার শোলকাটা এলাকার মনু মিয়া দীঘির পাড়ে মোক্তার আহমদের নেতৃত্বে জুইঁদন্ডী গ্রামের যুবক জালাল উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। নিহত জালাল পেশায় একজন মাছ ব্যবসায়ী। সে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সীর পুত্র।