সন্দীপনার সংস্কৃতিকর্মীদের কর্মশালা

3

সন্দীপনার কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা, নৃত্যকলা ও লোককলা বিভাগের যৌথ আয়োজনে সংস্কৃতিক কর্মী সংগঠকদের নিয়ে আয়োজিত কর্মশালা ১৪ জুলাই সকাল ১০টায় সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ মিলনায়তনে আনুষ্ঠানিক-ভাবে উদ্বোধন করা হয়। চট্টগ্রামের ৭২ জন সংস্কৃতিক কর্মী সংগঠক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে ১টা এবং বিকেল ২টা থেকে ৫টা দুই পর্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সংস্কৃতিক কর্মীদের সামাজিক দায়বদ্ধতা, নিষ্ঠাচার, ঐতিহ্য লালন, ব্রতচারী অনুশীলন প্রভৃতি বিষয়ের উপরে বিশেষজ্ঞগণ তাত্ত্বিক ও ব্যবহারিক ক্রিয়া কৌশল প্রয়োগ করে দেখেন। দিনভর কর্মসূচির রূপরেখা তুলে ধরে স্বাগতিক ভাষণ রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি কে দাশ মামুন। মঙ্গলদীপ প্রজ্বালন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি, খ্যাতিমান বস্ত্র নক্শা শিল্পী রওশন আরা চৌধুরী। সন্দীপনার উপদেষ্টা চবি সিনেট সদস্য, সমাজ বিজ্ঞানী ড. মঞ্জুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সম্মানিত অতিথি আলোচক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাপানের অনারারী কনসাল জেনারেল বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, চিত্রশিল্পী চবি অধ্যাপক জাহেদ আলী চৌধুরী যুবরাজ, সমাজ বিশ্লেষক ভানুরঞ্জন চক্রবর্তী, সংগঠক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সাংবাদিক মুকুল সিকদার, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গীত পরিচালক মো. সাইদুর, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, তুলনামূলক ধর্মতত্ত্ববিদ মোহাম্মদ হোসেন, অধ্যাপক অজিত কান্তি দাশ, মাসুম আহমদ। আলোচনায় অংশ নেন সংগঠক নিবেদিতা আচার্য্য, নাট্যজন জাবের হোসেন, শিল্পী শর্মা, নাট্যাকর্মী জাহানারা পারুল, নাট্যকর্মী কে.কে বাবুল, শিল্পী রতন কুমার রাহা, সংগঠক শওকত আলী সেলিম, কবি তরনী কুমার সেন, শিল্পী এম.এ হাসেম, সংগঠক সজল দাশ,এমরান হোসেন মিঠু, আইটি এক্সপার্ট মো. রাকিব, রিমু দে প্রমুখ।
বৈকালিক অনুষ্ঠানমালায় ছিল- সংক্ষিপ্ত আলোচনা সভা ও সংস্কৃতিক পরিবেশনা। সন্দীপনার কার্যকরী সভাপতি লায়ন উজ্জল কান্তি বড়–য়ার সভাপতিত্বে পর্বটি অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- বাচিক শিল্পী মেজবাহউদ্দিন চৌধুরী। বিভিন্ন পর্বে দলীয় ও একক সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন- শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী ডা. শিউলী চৌধুরী, শিল্পী সমীর চন্দ্র সেন, রতন কুমার রাহা, জাহানারা পারুল,শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী জ্যোতি শর্মা, মৈত্রী আচার্য্য, বিথি সিংহ প্রমুখ।