‘জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন’

7

নগরীর ফিরিঙ্গীবাজারস্থ সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সিটিবি কালচারাল (সঙ্গীত) স্কুলের পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৩ জুলাই থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। প্রধান বক্তা ছিলেন জেলা শিল্পকলা একাডেমি-চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম (বাবু)। বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কেয়া ভট্টাচার্য্য, সিটিবি কালচারাল স্কুলের অধ্যক্ষ দীপেন চৌধুরী, সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সিটিবি কালচারাল স্কুলের পরিচালক রতন কান্তি দে, প্রবাল দে, রানা দাশ ও জগদীশ মল্লিক। স্কুলের শিক্ষিকা রিনিক পাল মুন ও আবৃত্তি শিক্ষক রণধীর দে এর সঞ্চালনায় শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সিটিবি কালচারাল স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা সংগীতা চক্রবর্তী, সুমী দত্ত, আনিকা ইসলাম, লাভলী তালুকদার, ত্বনী দাশ, টুম্পা ধর, শাহনাজ বেগম, প্রদীপ দাশ পরাগ, রতন দত্ত, রূপন চক্রবর্তী, অতশী দত্ত, অনন্যা সেন নিশা, তৃষা দাশ, পুনম দত্ত ও মনিকা দে, সংগঠক দুর্জয় বিশ্বাস, আপন দে, সাগর দাশ, রতন দাশ। অনুষ্ঠানে সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের ৩৯ জন ও সিটিবি কালচারাল স্কুলের ৮২ জন ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সিটিবি কালচারাল স্কুলের সংগীত শিক্ষিকা অনন্যা সেন নিপা ও তৃষা দাশের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অদ্রিতা দাশ, অরিন দেব, দেবাঞ্চন দাশ বর্ষন, পারমিতা নাথ পুর্না, প্রিয়ন্তি নাথ, অরিত্র দেব, দিশা দাশ, বিনায়ক চৌধুরী, ইন্দ্রনীল ভট্টাচার্য্য, শ্রেষ্ঠা মল্লিক, আয়ুশি চৌধুরী, জয়িতা দাশ অস্মি, সৌম্য চৌধুরী, তুষি দাশগুপ্তা, রাজদ্বীপ চক্রবর্তী, রাজশ্রী পাল, আদিত্য শীল, নিবিড় পাল, তৃপ্তি দাশ, নিধি দাশ, অমৃতা মল্লিক, অস্মি দত্ত, সুস্মি দত্ত, সমৃদ্ধি দে ও নৃত্য পরিবেশন করেন ঐন্দ্রিলা ঘোষ, অনন্যা, অদিতি, আরাধ্য দাশ, নিধি, অস্মি, সুস্মি, পুষ্পিতা, অর্পা, শ্রীনিকা, সেমন্তি, অবন্তিকা, চন্দ্রিমা, অভিরূপা, সৃজিতা মল্লিক, সৃজিতা দে, দ্রিমীত্র, অরিদম, মহিমা, আরাধ্যা, দিয়া মল্লিক। গীটার বাজান-সাগর বৈদ্য, শ্রেয়ান দাশ, নিলয়, জয়ন্তী, কিংশুক, প্রত্যায় ও আবৃত্তি করেন হাফিজা, কৈশিকা এবং তবলায় ত্রিতাল পরিবেশন করেন সৌহার্দ্য ধর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি, জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন। আমরা যারা অধ্যয়ন করি তারা সবাই ছাত্র। তারাই সমাজ ও রাষ্ট্রের দিশারী। জ্ঞানের পরম তপস্যা না করলে আলোর দেখা পাওয়া যায় না। জ্ঞানার্জন ছাড়া সমাজ অন্ধকারে ঢেকে থাকে। প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলে হবে না, নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি