মানবাধিকার এসোসিয়েট এন্ড ফাউন্ডেশন’র বৃক্ষরোপণ কর্মসূচি

7

গত ১৩ জুলাই শনিবার নগরীর সিআরবিস্থ বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েট এন্ড ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েট এন্ড ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুরুল আলম নিজামী। মূখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় মহাসচিব লায়ন ডা. আর কে রুবেল। মহানগর সভাপতি এড. প্রদীপ দাশ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সুজন ভট্টাচার্য্য, অর্থ সচিব ডা. এস কে পাল সুজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কিউ এম মোসলেম উদ্দিন, এস এম গোলাম নিজামী, নির্মল রায়, মো: শহিদুল রহমান খোকন, মোঃ তিতাস প্রমুখ। প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমান সময়ে অতিবৃষ্টি, বন্যা, জলচ্ছাস, ঘূর্ণিঝড়ের মাত্রা বেড়ে গেছে এবং নিম্নাঞ্চলে ঘন ঘন প্লাবিত হচ্ছে। নগরায়নের ফলে বৃক্ষরোপনের চাইতে বৃক্ষ নিধন হচ্ছে বেশি। বড় বড় দালান তৈরির আগে প্রত্যেকে ভাবতে হবে প্রাকৃতিক অক্সিজেনের কথা। নিজ নিজ সীমনার কিছু অংশে নূন্যতম স্বল্প পরিমানে ঔষধী, ফলজ ও বনজ বৃক্ষরোপন করে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য সচেতন হওয়া জরুরী। সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে প্রায় ৫০০০ বৃক্ষের চারা বিতরণ ও রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি