দুর্বার স্পেনের সামনে ইংল্যান্ড

5

স্পোর্টস ডেস্ক

পথের শেষে দাঁড়িয়ে দুই দল স্পেন ও ইংল্যান্ড। ফুটবলপ্রেমীরাও অধীর আগ্রহে বার্লিনের মহারণের দিকে তাকিয়ে উৎসুক দৃষ্টিতে। অনেকেই দুর্বার স্পেনের পক্ষে, স্বরূপে ফেরার আভাস দেওয়া ইংল্যান্ডের পক্ষেও বাজি ধরার লোক কম নয়। কার হাতে উঠবে ইউরোপ সেরার রাজদন্ড? অলিম্পিক স্টেডিয়ামে রোববারের ফাইনালে মিলে যাবে উত্তর। জার্মানির সাথে যৌথভাবে তিন ইউরো জয়ের রেকর্ড স্পেন নিজেদের করে নিতে পারবে কিনা; নাকি আন্তর্জাতিক আঙিনায় দীর্ঘদিন শিরোপা বুভুক্ষ ইংল্যান্ড প্রথমবারের মতো পাবে ইউরো জয়ের অনির্বচনীয় স্বাদ, সে মীমাংসাও হয়ে যাবে আজ রাতেই। এ মুহূর্তে অনেক আলোচনার ভিড়ে এই প্রশ্নও আছে- ফাইনালের মহারণে এগিয়ে কে? সবদিক থেকেই এগিয়ে স্পেন। ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর আজও বড় শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। গত ইউরোতে ট্রফির ঘ্রাণ পেলেও নিজেদের ডেরায় ‘থ্রি লায়ন্স’রা শিকার করতে পারেনি ইতালিকে।
২০২৩ উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতা স্পেন সবশেষ ইউরোর মুকুট পরেছিল ২০১২ সালে। তার দুই বছর আগে পেয়েছিল বিশ্বকাপ জয়ের অপূর্ব স্বাদ। বড় মঞ্চে সুদিন ফিরে পাওয়ার অপেক্ষায় তারাও।